ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সরকারী নিয়মের গেড়োয় পড়ে কার্যত বন্ধ হয়ে যাওয়া বর্ধমানের জামালপুরের পাঁচড়া চৌবেড়িয়ার হৈমবতী দাতব্য
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে প্রতিটি ব্লকে ব্লকেই স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র চালু করেছে রাজ্য সরকার। একইসঙ্গে এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোরও উন্নয়ন করা হচ্ছে। এমতবস্থায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও অধীনে থাকা এই সমস্ত দাতব্য চিকিৎসালয়গুলির চিকিৎসক ও কর্মীরা অবসরও নিয়েছেন। ফলে রাজ্য সরকারের নতুন গাইড লাইন অনুযায়ী ওই সমস্ত জায়গায় নতুন করে আর কোনো নিয়োগ হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই চিকিৎসাকেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।
তিনি এদিন জানিয়েছেন, দাতব্য চিকিৎসাকেন্দ্রটি পূর্বে জেলাপরিষদের নিয়ন্ত্রণে ছিল কিন্ত বর্তমানে জেলাপরিষদের যে স্কিমে ওই সেন্টারটি চলত বর্তমানে সেই স্কিম বন্ধ থাকায় এবং সমগ্র বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এই সমস্যা তৈরী হয়েছে। বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে অবিলম্বে ন্যূনতম দুই শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল হিসাবে চালু করা হোক হৈমবতী দাতব্য চিকিৎসাকেন্দ্রকে।