ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনে সব হিসেব নিকেশই উল্টে যাবে। কোনো হিসাবই মিলবে না। বিজেপিই রাজ্যে ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস ২ অঙ্কের আসনই পার করতে পারবে না। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারী ২নং ব্লকে বিজেপির সভায় এসে একথাই জানিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এদিন সাতগেছিয়ার এই সভায় বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন একাধিক তৃণমূলের প্রভাবশালী নেতা।
সূত্রের খবর, বিজেপির অমিত শাহ বাংলার আসন নিয়ে যে গোপন রিপোর্ট সংগ্রহ করেছেন তাঁর টিমকে দিয়ে – সেই টিমই সার্ভে করে জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে প্রায় ১৭০ থেকে ২০০ টি আসন। ওই রিপোর্ট অনুসারে খোদ রাজ্যের শাসকদলই তিন অক্ষর পার করতে পারবে না বলে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুসারে ১০০ -র নিচে থাকবে তৃণমূলের আসন। স্বাভাবিকভাবেই সম্প্রতি ভোট কুশলী পিকে ট্যুইট করে যে দাবী করেছেন বিজেপি ২ অঙ্কের আসন টপকাতে পারবে না তাকে ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। সূত্রের খবর, বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টে কংগ্রেস ও সিপিএম জোটকে ৩০-এর আশপাশে আসন পাবার কথা বলা হয়েছে। বস্তুত, এদিন মুকুল রায়ও জানিয়ে গেলেন তৃণমূল ২ অঙ্কের আসন পার করতে পারবে না।