---Advertisement---

বর্ধমানে বিজেপির জেলা পার্টি অফিসের উদ্বোধনেই গরহাজির খোদ সাংসদ, ক্ষোভ দলের অন্দরেই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এদিন তিনি রাজ্যের ৯টি দলীয় অফিসের উদ্বোধন করেন। কলকাতা থেকে অফিস উদ্বোধনের পাশাপাশি এদিন বর্ধমান জেলা বিজেপির নবনির্মিত অফিসে হোম-যজ্ঞের মধ্যে দিয়ে এই উদ্বোধন পর্ব করা হয়। এদিকে পূর্ব বর্ধমানের জেলা পার্টি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে খোদ সাংসদ এসএস অহলুবালিয়ার অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যদিও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ জেলা কমিটির পদাধিকারী এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

এদিন কলকাতা থেকে ভার্চুয়াল মাধ‌্যমে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা বর্ধমান জেলা বিজেপির সদর কার্যালয়ের উদ্বোধন করেন। কিন্তু স্বশরীরে হাজির তো দূর অস্ত, এদিন ভার্চুয়াল মাধ্যমেও হাজির হননি সাংসদ অহলুবালিয়া। এদিন একাধিক বিজেপি নেতা ও কর্মী জানিয়েছেন, সামনেই বিধানসভার ভোট। তাঁরা সর্বস্তরে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন। রাজ্যের শাসকদলের সন্ত্রাসকে উপেক্ষা করে তাঁরা যখন সংগঠিত হয়েছেন তখনও অনুপস্থিত সাংসদ। যা নিয়ে তাঁদের সাধারণ মানুষের প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে। যদিও কেন সাংসদ অহলুবালিয়া অনুপস্থিত তা নিয়ে বুধবারই পূর্ব বর্ধমান জেলা পর্যবেক্ষণে আসা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র সাফাই দিয়ে যান, করোনার জন্যই সাংসদ এস এস অহলুবালিয়া হাজির হতে পারছেন না।

See also  করোনা আবহেই ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবছরের ১৪তম ভারত সংস্কৃতি উৎসব
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---