---Advertisement---

মহুয়া মৈত্রের উচিত ক্ষমা চেয়ে নেওয়া – বিধায়ক নিশীথ মালিক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলে এবার জোড়ালো অভিমত ব্যক্ত করলেন বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। উল্লেখ্য, গতকালই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দলীয় কর্মীসভায় সাংবাদিকদের দেখে অসম্মানজনক উক্তি করেন। আর তারপরেই শুরু হয়েছে গোটা রাজ্য জুড়েই সাংবাদিকদের প্রতিবাদ। আর সেই প্রতিবাদ আরও জোড়ালো করে তুললেন বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক।

বিজ্ঞাপন

 এদিন তাঁকে মহুয়া মৈত্রের এই মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিশীথ মালিক বলেন, তাঁরাও তো প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে অঞ্চলে দলীয় কর্মীসভা করছেন। সেখানে সাংবাদিকরাও আসেন। কিন্তু সাংবাদিকদের যথাযথ তাঁরা সম্মানই জানান। নিশীথ মালিক জানিয়েছেন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় সাংবাদিকদের সম্মান করেন। সেখানে হয়ত রাগের মাথায় মহুয়া মৈত্র এই মন্তব্য করলেও তাঁর উচিত ক্ষমা চেয়ে নেওয়া। কারণ যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা বাঞ্ছনীয় নয়।

See also  বাংলার লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার স্বপ্ন নিয়ে নিজেকে তৈরি করছে মেমারীর ৯বছরের তিথি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---