ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় গোটা ভারতবর্ষ জুড়ে ডাকা হরতালে মিশ্র প্রভাব পড়ল পূর্ব বর্ধমান জেলায়। অফিস কাছারী যথারীতি স্বাভাবিক থাকলেও বেসরকারী পরিবহণে ভাল প্রভাব পড়েছে। এদিন বর্ধমান শহর সহ বেশ কিছু গ্রামীণ এলাকায় যথারীতি বাজার চালু ছিল। অধিকাংশ বেসরকারী বাস চলাচল করেনি। এদিন সকালে ভারত বনধ এর সমর্থনে বর্ধমানের কার্জন গেট চত্বরে জি টি রোড অবরোধ করে বামপন্থী সংগঠনগুলি।
ভারত বন্ধের সমর্থনে বর্ধমান কাটোয়া শাখায় রেল অবরোধ করা হয় ভাতার স্টেশনে। সকাল ১০টা থেকে ১০. ২০ মিনিট পর্যন্ত অবরোধ চলে। অবরোধে আটকে পড়ে বর্ধমান কাটোয়া লোকাল ট্রেন। পরে যাত্রীদের অনুরোধে ওঠে অবরোধ। পাশাপাশি বর্ধমান কাটোয়া রোডের ভাতার মোড়ও অবরোধ করে বনধ সমর্থনকারীরা। অবরোধের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ। কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন বাতিলের দাবীতে শক্তিগড়ে জাতীয় সড়ক অবরোধ করে বামপন্থী সংগঠন গুলো। অবরোধের জেরে আটকে পড়ে সরকারী বাস সহ সহ অনান্য যাত্রীবাহী বাস ও পন্যবাহী গাড়ি। সরকারী বাসের চালকের সাথে বচসাতেও জড়িয়ে পড়েন বনধ সমর্থনকারীরা।