ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাতের অন্ধকারে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হচ্ছে প্রাথমিক স্কুল চত্বর। প্রতিদিন সকালে স্কুলের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পরে থাকছে মদের বোতল, প্লাস্টিক থেকে নোংরা কাপড়। এমনকি দুষ্কৃতীরা স্কুলের মধ্যেই থুতু ফেলে, মলত্যাগ করে অপরিচ্ছন্ন করে দিচ্ছে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানকে। বিরোধিতা করে ইতিমধ্যেই স্থানীয় এক বয়স্ক ব্যক্তি বেধড়ক মার খেয়েছেন এই সমস্ত দুষ্কৃতীদের হাতে। তাঁর চশমাও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্কুলের শিক্ষিকাদের অভিযোগ, প্রশাসন থেকে পুলিশ সকলকে এই বিষয়ে জানানো হয়েছিল। বেশ কয়েকমাস আগে সকালের দিকে পুলিশ স্কুলে এসে দেখেও গিয়েছিল। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয়নি। আর এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে অভিভাবকরা শিশুদের জন্য বরাদ্দ সরকারি মিড ডে মিলের খাদ্য সামগ্রী সংগ্রহ করতে এসে স্কুল চত্বরে দাঁড়াবার জায়গা পাচ্ছেন না। এতটাই অপরিস্কার ও অপরিচ্ছন্ন করে রাখছে এই সমস্ত সমাজবিরোধীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভ বাড়ছে এলাকায়।