ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আমরা দাদার অনুগামী পোষ্টারকে ঘিরে এবার চুড়ান্ত সরগরম হয়ে উঠল বর্ধমান। শনিবার সকাল থেকেই শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার বর্ধমান শহর এবং জিটিরোডের ডিভাইডারে একাধিক জায়গায় দেখতে পাওয়া যাওয়ায় ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। শুধু তাইই নয়, এই বিতর্ক আরও তুঙ্গে উঠেছে খোদ মুখ্যমন্ত্রীর ছবির ওপর এই পোষ্টার মারাকে কেন্দ্র করে।
যদিও এদিন এই পোষ্টার সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতাজ সংঘমিতা জানিয়েছেন, কারা দাদার অনুগামী এটাই তো পরিষ্কার নয়। যারা এই ভূয়ো পোষ্টার দিচ্ছেন তাদের উচিত কারা দাদার অনুগামী তা প্রকাশ্যে জানানো। নাহলে এসম্পর্কে কোনো কিছু বলা যায় না। এমনকি পোষ্টারে যা লেখা হয়েছে মানুষের কাজ করতে কোনো পদ লাগে না – তাও পরিষ্কার নয়। মানুষের কাজ তো ঝি-রাও করে। তাদের কোনো পদের দরকার হয় না। কিন্তু সংগঠিতভাবে মানুষের উন্নয়নমূলক কাজ করতে পদের দরকার হয় বলেই তো সরকারী সিস্টেমে সাংসদ, বিধায়ক প্রভৃতি পদ দেওয়া হয়। অন্যদিকে, এদিন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার জানিয়েছেন, বিজেপি কোনো এজেন্সিকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে।