দেশের কিছু অশুভ শক্তি বাংলার ভাতৃত্বের বাতাবরণকে কলুষিত করছে, দেবু টুডু

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাঙালির ভাতৃত্বের উৎসব ভাইফোঁটা। এই উৎসবের মধ্যে দিয়েই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক সুতোয় আবদ্ধ করা হয়। এটাই বাংলার প্রচলিত রীতি আর সংস্কৃতি। কিন্তু দেশের কিছু অশুভ শক্তি বাংলার এই ভাতৃত্বের বাতাবরণকে কলুষিত করার চেষ্টা করে যাচ্ছে। বাঙালি তা করতে দেবে না। সোমবার বর্ধমান রেল স্টেশন চত্বরে বসবাসকারী ভবঘুরে, অসহায় পুরুষ,মহিলা, শিশুদের সঙ্গে ভাইফোঁটা উৎসবে সামিল হয়ে এমনই কথা বললেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। 

বিজ্ঞাপন

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মিঠু মাঝিও। দেবু টুডু কে এদিন চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদও করেন স্টেশন এলাকার অসহায় মহিলারা। মিঠু মাঝি বলেন, সোমবারে ভাইফোঁটা অমঙ্গল। তবু স্টেশন এলাকার অনাথ, দুস্থ:, অসহায় শিশুদের আনন্দ দিতেই ফোঁটা দেওয়ার আয়োজন করা হয়। সকলকেই মিষ্টিমুখ করানো হয়। তিনি বলেন, বাংলার যেকোনো উৎসবের আনন্দ থেকে যাতে সমাজের এই শ্রেণীর মানুষেরা বঞ্চিত না থাকেন তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন এই কর্মসূচি পালন করা হয়েছে। অন্যদিকে ভাই,দাদাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বেজায় খুশি বোন, দিদিরা।

আরো পড়ুন