---Advertisement---

পাঞ্জাবে কর্মরত পূর্ব বর্ধমানের এক জোয়ানের মৃত্যুতে শোকের ছায়া মঙ্গলকোটে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: ভারতের পাঞ্জাবে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কুলসোনা গ্রামের বাসিন্দা ২২ বছরের  জোয়ান তাপস ঘোষের বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল এই মর্মান্তিক খবর সেনাবাহিনীর পক্ষ থেকে তাপস ঘোষের মঙ্গলকোটের বাড়িতে এসে পৌঁছয়। আজ তাঁর মৃতদেহ বাড়িতে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গোটা গ্রাম।

বিজ্ঞাপন

 পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট থানার অন্তর্গত কুলসুনা গ্রামের 22 বছরের যুবক তাপস ঘোষ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
গতকাল হঠাৎ কুলসোনা গ্রামে খবর পৌঁছে তাপস ঘোষ কর্মরত অবস্থায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান।
তিনি কর্মরত ছিলেন পাঞ্জাবে।
স্থানীয় এক ব্যক্তি প্রদীপ চট্টরাজ জানান, ফোন মারফত গতকাল খবর আসে যে তাপস ঘোষ মারা গেছে, তার পরই গ্রামে শোকের ছায়া নেমে আসে। এদিন যথাযথ সম্মানের সঙ্গে তাপস ঘোষের মৃতদেহ সৎকার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, তাপস ঘোষের বাড়িতে রয়েছে এক বোন ও এক ভাই এবং মা ও বাবা।
See also  ফুটবল খেলোয়াড়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারীতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---