ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাস্তবে ভাবতেই পারেননি প্রায় ৬মাস আগে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফের ফিরে পাওয়া যেতে পারে। কিন্তু আচমকাই পুলিশের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ফোন সংগ্রহ করার ফোন পেয়ে অবাক হয়ে যাই। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি ও খোওয়া যাওয়া ৫০টি ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার একটি অনুষ্ঠানে এমনই জানালেন, আউসগ্রাম-২ এর জামতারার বাসিন্দা নাজিমুনন্নেসা খাতুন।
এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন, চুরি হওয়া এবং খোওয়া যাওয়া মোট ১০০ টি মোবাইল ফোন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কোভিড বিধি মেনে এদিন ৫০জন মোবাইল ফোনের মালিকের হাতে তাঁদের ফোন তুলে দেওয়া হল। খুব শীঘ্রই বাকি দেরকেও তাঁদের ফোন ফিরিয়ে দেওয়া হবে। এদিন এই অনুষ্ঠানে এসপি ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র সহ জেলা পুলিশের একঝাঁক আধিকারিক।