---Advertisement---

প্রবল বিস্ফোরণ ডি পি এল-এ, ছিন্নভিন্ন এক ঠিকা কর্মীর দেহ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,দুর্গাপুর: প্রবল বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল এক ঠিকা কর্মীর দেহ। গুরুতর আহত হয়েছেন আরও একজন নিরাপত্তারক্ষী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টা ১০মিনিট নাগাদ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর কনস্ট্রাকশন গেটের ভেতর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দুর্গাপুর জুড়ে।

বিজ্ঞাপন

মৃতের নাম ওমপ্রকাশ চৌহান। পাশপাশি আশঙ্কাজনক অবস্থায় বাম রুইদাস নামে আরো এক নিরাপত্তা কর্মীকে বেসরকারী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে কোক ওভেন থানার পুলিশ। কনস্ট্রাকশন গেটের ভিতরের বাগানের থেকে ওমপ্রকাশের ছিন্ন ভিন্ন দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিকে কি কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ এবং প্রজেক্টের আধিকারিকরা। 
See also  আজ বিকেলে তিনটে থেকে খুলছে মদের দোকান
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---