ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস কে সামনে রেখে কিষাণ অধিকার দিবস পালন করল বর্ধমান জেলা কংগ্রেস। এদিন কার্জন গেটের সামনে কিষাণ অধিকার দিবসে অনশন ও অবস্থান সত্যাগ্রহ কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
এই কর্মসূচীতে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রভীর গাঙ্গুলী, জেলা সংখ্যালঘু সেলের কার্য্যকরী সভাপতি নাজির হোসেন সহ জেলা কংগ্রেস নেতৃবৃন্দ। অন্যদিকে এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস পালন করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিত ভট্টাচার্য, জেলা কংগ্রেসের কার্য্যকরী সভাপতি বুলবুল আহমেদ, যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার প্রমুখরা।