রায়নায় দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক যুবক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: নাকা চেকিং করার সময় এক ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করল রায়না থানার সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। সোমবার গভীর রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত ব্যক্তির নাম সম্পদ জুঁই। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি এর আগেও গাঁজা পাচারের অভিযোগে জেল খেটেছে। 

বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে বর্ধমান আরামবাগ রোডের ফকিরপুর ঢাল এলাকায় নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তিকে স্কুটি নিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করায় পুলিশ। স্কুটির ডিকি খুলে তল্লাশি চালালে সেখান থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে রায়না থানায়। পুলিশ জানিয়েছে ধৃত সম্পদের বাড়ি সেহারাবাজার পারহাউস পাড়ায়। তদন্তের প্রয়োজনে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

আরো পড়ুন