---Advertisement---

চিতা বাঘের পর বর্ধমানের রমনাবাগান মিনি জু-তে আসছে নেকড়ে, হায়না

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমানের জুলজিক্যাল পার্ককে আরও আকর্ষণীয় করে তোলা হবে। জু অথরিটির সঙ্গে আলোচনা হয়েছে এই মিনি জুকে আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায়। শুক্রবার বর্ধমানের রমনাবাগানে প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের উদ্বোধন করতে এসে একথা জানিয়ে গেলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।

বিজ্ঞাপন

তিনি এদিন জানিয়েছেন, এই প্রকৃতি বীক্ষণ তৈরীর পাশাপাশি এক একর জায়গায় তৈরী করা হবে একটি সেণ্ট্রাল পার্ক। তার সঙ্গে থাকবে একটি ফুড পার্ক এবং একটি পাখিরালয়ও তৈরী করা হবে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই মিনি জু-তে ভাল্লুক, হরিণ, চিতাবাঘ রয়েছে। কিন্তু আরও কি কি জীবজন্তু আনলে তা আকর্ষণীয় হবে তা নিয়ে তাঁরা ভাবনা চিন্তা করছেন। 

তিনি জানিয়েছেন, এই মিনি জুতে আনা হবে হায়না, নেকড়ে সহ আরও কয়েকটি কুমির। আনা হবে বন্য বিড়ালও। মন্ত্রী জানিয়েছেন, এরই পাশাপাশি এই রমনাবাগানেই তাঁদের একটি ভেটেরেনারী হাসপাতাল তৈরীর পরিকল্পনাও রয়েছে। রাজীববাবু জানিয়েছেন, গোটা জেলার মধ্যেই এই মিনি জুকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তাঁরা উদ্যোগ নিয়েছেন। যা পাশাপাশি অন্য জেলাকেও আকর্ষিত করবে।
See also  বর্ধমানে পারিবারিক ঝামেলায় নাম জড়ালো টলিউডের বিশিষ্ট অভিনেত্রীর বাবার, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---