বেহাল বর্ধমান-কাটোয়া রোড, সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ বাসিন্দাদের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান কাটোয়া রোডের বাজেপ্রতাপপুর থেকে দেওয়ানদিঘী পর্যন্ত রাস্তার অবস্থা

বিজ্ঞাপন
চূড়ান্ত বেহাল। বারবার এই রাস্তা মেরামতের জন্য আবেদন জানিয়েও এখনও তা না হওয়ায় এবং বেহাল রাস্তার জন্য প্রতিদিনই নানান ধরণের দুর্ঘটনার ঘটনা ঘটতে থাকায় অবিলম্বে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ করলেন বিজয়রাম কালীতলার স্থানীয় বাসিন্দারা।

 
এলাকাবাসীদের অভিযোগ কাটোয়া রোডের বাজেপ্রতাপপুর মোড় থেকে দেওয়ান দিঘী পর্যন্ত রাস্তার হাল এতটাই খারাপ যে দূর্ঘটনা নিত্যসঙ্গী। রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়ে খানাখন্দ থেকে বড় বড় গর্তে ভরে গিয়েছে। এক কথায় এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রায়ই গাড়ির চাকায় লেগে পাথর ছিটকে দূর্ঘটনা ঘটছে। রাস্তার ধুলোর জেরে ঘরে টেকা দায় হয়ে পড়েছে। এরই পাশাপাশি সবথেকে বিপজ্জনক হয়ে উঠছে কোনো রোগী নিয়ে যাওয়া। গোটা রাস্তা খানা খন্দে ভর্তি থাকায় রোগীদের নিয়ে যাওয়া আরও প্রাণ সংশয় সৃষ্টি করছে।

 

তাই অবিলম্বে এই রাস্তা সংস্কার করা না হলে লাগাতার অবরোধ চালানো হবে বলে এদিন বাসিন্দারা হুঁশিয়ারীও দিয়েছেন। প্রায় দুঘন্টা অবরোধের জেরে রাস্তায় ব্যপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান থানার পুলিশ। পরে পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে।

আরো পড়ুন