---Advertisement---

শেষমেষ মেরেই ফেললো শিশুটিকে ওরা, গলসির অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ৩

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পুলিশের সমস্ত চেষ্টা কে বিফল করে শেষমেষ শুত্রুবার সাতসকালে ক্যানেলের জল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হল অপহরণ হয়ে যাওয়া গলসি থানা এলাকার সাঁকো গ্রামের ৯বছরের সন্দীপ দলুইয়ের নিথর দেহ। 

বিজ্ঞাপন
নৃশংস আর পৈশাচিক এই ঘটনায় শোকস্তব্ধ সন্দীপের পরিবার থেকে গোটা গ্রাম। অপহরণ ও খুনে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গলসি থানার পুলিশ স্থানীয় সাঁকো মেটেপাড়া এলাকার তিনজন কে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সুব্রত মাঝি(২০) ওরফে বাদশা, বাড়ি সাঁকো ডোম পাড়া। দ্বিতীয় জনের নাম জয়ন্ত বাগ(২০) ওরফে নিরঞ্জন, বাড়ি মেটেপাড়া। তৃতীয় জনের নাম মঙ্গলদীপ দলুই(১৮) ওরফে বাবু, বাড়ি সাঁকোর মেটেপাড়া। 

                 বিস্তারিত আসছে……..
See also  ১১ ডিসেম্বর পর্যন্ত বর্ধমান আদালতের কাজকর্ম না করার সিদ্ধান্ত বারের, ক্ষোভে ফুঁসছে আইনজীবীদের একাংশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---