
বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মদের বিক্রি বৃদ্ধি করতে রাজ্য সরকারের উৎসাহ ভাতা প্রদানের সিদ্ধান্তকে ধিক্কার জানালো এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার বর্ধমানের কার্জন গেটে এই ইস্যুতে বিক্ষোভ কর্মসুচী পালন করা হল। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল দলের ছাত্র-যুব-মহিলা সংগঠন।

অল ইন্ডিয়া ডি ওয়াই ও-র পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উৎপল দত্ত এদিন জানিয়েছেন, অবিলম্বে রাজ্য সরকারকে মদ বিক্রির ওপর উৎসাহ ভাতা দেবার সরকারি ঘোষণা প্রত্যাহার করতে হবে। তাঁদের দাবী মদ নয়, বেকারদের কাজ দিতে হবে। কর্মচ্যুত শ্রমিকদের কাজ দিতে হবে, স্বাস্থ্য পরিষেবার উন্নতি করতে হবে। এই দাবিগুলোর ভিত্তিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে তাঁরা নামবেন বলে জানিয়েছেন।
