---Advertisement---

বর্ধমানে রেশনের চাল বিক্রির দায়ে আটক মুদির দোকানদার, তীব্র চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফের রেশনের চাল অবৈধভাবে বিক্রির ঘটনায় পুলিশ আটক করল এক মুদিখানার দোকানদারকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বর্ধমান ২নং ব্লকের এগ্রিকালচার ফার্ম প্রথম গেটের কাছে। আটক দোকানদারের নাম বিপদতারণ মল্লিক। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ আচমকাই হানা দেয় ওই মুদির দোকান সংলগ্ন বাড়িতে। সেখান থেকেই পুলিশ প্রায় ৫৯ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত করে। 
কিভাবে কোথা থেকে ওই দোকানদার এই রেশনের চাল পেয়েছে তা জানতে দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই দোকানদার রেশনের চাল বাজার চলতি দামেই বিক্রি করছিলেন। বিষয়টি গোপন সূত্রে পুলিশের কানে যেতেই এদিন আচমকা হানা দেয় পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি এই এলাকা থেকেই স্থানীয় তৃণমূল নেতারা রেশনের চাল, গম, আটা কেনার দায়ে এক ব্যক্তিকে ধরে ফেলে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি গলসীর কুলগড়িয়া চটি এলাকায়। স্বাভাবিকভাবেই পরপর একই এলাকা থেকে রেশনের মাল বিক্রির ঘটনায় গোটা এলাকা জুড়েই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। 
See also  গরম আবহাওয়া আর করোনার জেরে বর্ধমানে শীতকালীন নার্সারি ব্যবসায় কোপ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---