বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: গ্রামেই এক ব্যক্তির বাড়িতে চাল দিতে গিয়ে আচমকাই ইঁটের আঘাতে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিলো বর্ধমানের মাধবডিহি থানার বড়বৈনান গ্রামে। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে গণপিটুনি দেবার চিন্তাভাবনা করলেও খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্ত বুদ্ধদেব চক্রবর্তীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার স্থানীয় গ্রামবাসী চায়না সামন্ত বুদ্ধদেব চক্রবর্তীর বাবা উদয় চক্রবর্তীকে চাল দিতে তাঁর বাড়িতে যান। সেই সময় বুদ্ধদেব চক্রবর্তী চায়নাদেবীকে লক্ষ্য করে একটি ইঁট ছুঁড়লে তাঁর মাথায় গিয়ে ইঁট লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের ছেলে মাধবডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, গ্রামবাসীরা জানিয়েছেন, এর আগেও বুদ্ধদেব চক্রবর্তীর হাতে একজন গ্রামবাসী প্রাণ হারিয়েছেন। বারবার এই ঘটনায় রীতিমত গোটা গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলার দাবীও ওঠে। খবর পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে বুদ্ধদেব চক্রবর্তীকে।