---Advertisement---

রায়নায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়নার মিরেপোতা বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তি সেহারা গ্রাম পঞ্চায়েতের মিরেপোতা বাজারে বেশ কিছু দিন ধরে একটি ধাবায় কাজ করতো। সোমবার সকালে বাজারের একটি ফাঁকা বাড়ির ওপরে লোহার রডে  থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা । 
রায়না থানার সেহারা বাজার পুলিশ ফাঁড়ি তে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির এখনো পর্যন্ত সঠিক ভাবে কোন পরিচয় পাওয়া যায় নি। সব থানায় খবর পাঠানো হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম জয়ন্ত ব্যানার্জি। বয়স আনুমানিক ৬৫বছর। 
See also  বর্ধমান জজ কোর্টের সরকারি আইনজীবির অপসারণের দাবিতে সরব আইনজীবিরাই, অচলাবস্থা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---