---Advertisement---

বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স এর পক্ষ থেকে শতাধিক কৃষকের হাতে তুলে দেওয়া হল মাস্ক, স্যানিটাইজার

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গ্রামের কৃষকরা যদি সুস্থ থাকেন, তাহলে শুধু শহরই নয় রাজ্যের মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবেন – আর এই করোনা আবহে ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বার্তা নিয়েই শনিবার বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স এর সদস্যরা বর্ধমান শহরের অদূরে পিলখুড়ি গ্রামের প্রায় ১০০জন কৃষকের হাতে তুলে দিলেন মাস্ক, স্যানিটাইজার। পাশাপাশি গ্রামের শতাধিক শিশুদের মধ্যেও বিতরণ করা হলো চকলেট এবং জাতীয় পতাকা। ক্রীড়াপ্রেমী একটি সংগঠনের সদস্যদের এহেন উদ্যোগে খুশি গ্রামের মানুষও।
সংস্থার পক্ষে মনোদীপ বরাট, সৈকত ব্যানার্জি, সায়ন্তন রায়, সৌরভ মুখার্জি, সৌম্য দত্ত প্রমুখরা জানিয়েছেন, এদিন ছিল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের জন্মদিন। গতবছর এইদিন থেকেই বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স নামে একটি ফ্যান ক্লাবের পথ চলা শুরু হয়েছিল এই জেলায়। শনিবার ছিল এই ফ্যান ক্লাবের প্রথম বর্ষপূর্তি। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেয়, এই কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো অনুষ্ঠান বা খেলাধুলার আয়োজন না করে গ্রামের কৃষকদের পাশে দাঁড়াতে। তাঁদের যুক্তি, কৃষকরা যদি সুস্থ থাকেন, তাঁরা যদি চাষ আবাদ ঠিক মতো করতে পারেন, তাহলে সকলেই সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী পাবেন। এবং সকলে সুস্থ থাকবেন। তাই তাঁদের এই প্রয়াস। 
See also  বর্ধমান শহর জুড়ে অভিযানে ৮৭কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---