---Advertisement---

স্বাধীনতা দিবসের আগেই বর্ধমান ষ্টেশনে ফের উড়তে শুরু করলো সুউচ্চ জাতীয় পতাকা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ৭৪তম ভারতের স্বাধীনতা দিবসের আগে ফের উড়তে শুরু করলো বর্ধমান রেল স্টেশনের সামনে সুউচ্চ স্তম্ভে বিশাল জাতীয় পতাকা। ১৫ আগষ্টের আগেই বর্ধমান ষ্টেশনে ফের প্রায় ১০০ ফুট উঁচুতে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় শহরবাসীর মধ্যে খুশির হাওয়া।

বিজ্ঞাপন
সম্প্রতি কয়েক মাস আগে রেল দপ্তরের উদ্যোগে বর্ধমান ষ্টেশনের সামনে বিশালাকার স্তম্ভের ওপর জাতীয় পতাকা তোলা হয়। আলোকসজ্জায় সজ্জিত হয়ে এই জাতীয় পতাকা ঐতিহাসিক বর্ধমান শহরের গৌরব উজ্জ্বল করছিল। কিন্তু কিছুদিন পরই উচ্চতার কারণে এবং প্রবল হওয়ায় সেই পতাকা নিয়ে বিভ্রাট শুরু হয়। প্রথমে পতাকার একটি অংশ আটকে যায় পাশের একটি স্তম্ভে। আবার তার কিছুদিন পর ফের ছিঁড়ে যায় পতাকার সামনের কিছুটা অংশ। 

এরই মধ্যে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আর এরই মাঝে ছেঁড়া পতাকা নামিয়ে নেয় রেল কতৃপক্ষ। ফলে বেশ কিছুদিন ধরেই স্তম্ভটি ছিল পতাকা শুন্য। বৃহস্পতিবার নতুন করে সেই স্তম্ভেই উড়তে শুরু করল জাতীয় পতাকা। আর এদিন  সকাল থেকে ১৫ আগষ্টের আগেই নতুন করে ফের জাতীয় পতাকা ওড়ার দৃশ্য দেখে বর্ধমানের বাসিন্দারা কৌতূহলী হয়ে উঠলেন।
See also  অভিনব কায়দায় শক্তিগড়ের চারটি ল্যাংচার দোকানের টাকা চুরি করে পালালো বিদেশি দুস্কৃতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---