ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী ও বর্ধমান: ঈদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম শেখ মহাসিন বয়স(২২) ও শেখ ইমরান ওরফে মুন্না (১৯)। দুজনেরই বাড়ি মেমারি থানার মগলমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে বাইক নিয়ে ফেরার সময়ে দেবীপুর হাজিপুর এলাকায় জিটি রোডে বুধবার রাতে একটি গাড়ি মোটর বাইকে আসা এই দুই যুবক কে ধাক্কা মেরে পালায়। দুজনেই গাড়ি থেকে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে পুলিশও দ্রুত ঘটনাস্থলে এসে আহত দুজন কে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে বর্ধমান শহরে পৃথক একটি দুর্ঘটনায় বৃহস্পতিবার সকালে জিটি রোডের টাউনহল এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক মোটর সাইকেল আরোহী। সৌভাগ্যক্রমে হেলমেট পড়ে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন চরণ রুইদাস নামে ওই ব্যক্তি। বর্ধমান থানার বেচারহাট ক্যানালপাড় এলাকার বাসিন্দা চরণ এদিন সকালে নিজের কাজে জিটিরোড ধরে বীরহাটার দিক থেকে যাচ্ছিলেন।