---Advertisement---

বর্ধমানেও রামলালার পুজো, যজ্ঞ

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: অযোধ্যায় রামজন্মভূমির ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচির পাশাপাশি বুধবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার জায়গায় জায়গায় করা হল রামের মূর্তি পুজো, যজ্ঞ। 
এদিন সকাল থেকেই জেলার বিভি‌ন্ন প্রান্তে বিজেপি সমর্থকরা রামের মূর্তি পুজো করলেন। বর্ধমান শহরের ইছলাবাদ হাইস্কুলের পাশে, লোকো খালাসী পাড়া, আলমগঞ্জ কল্পতরু মাঠ এবং উদয়পল্লী বারদুয়ারি এলাকায় রামলালার পুজো করা হয়। 
এদিন আলমগঞ্জে করা হয় যজ্ঞও। গোটা রাজ্য জুড়ে এদিন লকডাউন থাকায় ইছলাবাদের কর্মসূচীতে মিছিল নিয়ে আসা আটকায় পুলিশ। যদিও তাকে ঘিরে কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি।
See also  বর্ধমানে বেহাল রাস্তার মেরামতের দাবিতে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ আদাবাসি গ্রামবাসীদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---