রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে অযোধ্যায় গেল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের মাটি ও জল

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ৫ আগষ্ট অযোধ্যায় রামমন্দিরের শিল্যানাসকে কেন্দ্র করে উন্মাদনা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ইট, মাটি, জল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো শুরু হয়ে গেছে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর গঙ্গা নদী থেকে গঙ্গা জল ও মাটি পাঠানো হয়েছে।

এবার সোমবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির থেকে জল ও মাটি নিয়ে যাওয়া হল অযোধ্যায় রামমন্দিরের ভিতপূজো উপলক্ষে। এদিন আয়োজক সংস্থা শিবশক্তি চ্যারিটি গ্রুপের কর্মকর্তারা  জানিয়েছেন, বর্ধমানের নাগরিকদের পক্ষ থেকে এই মাটি ও জল অযোধ্যায় অর্পণ করা হবে।
নিঃসন্দেহে রামমন্দির নির্মাণে সর্বমঙ্গলা মন্দিরের মাটি ও জল সেখানে যাওয়ায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে। এদিন আয়োজকরা জানিয়েছেন, করোনা উদ্ভূত পরিস্থিতির জেরে তাঁরা অযোধ্যায় যেতে পারছেন না। সেজন্য একটা আক্ষেপ থাকলেও দেবী সর্বমঙ্গলা মন্দিরের পবিত্র মাটি ও জল তাঁরা পাঠাতে পারায় খুশী।

আরো পড়ুন