---Advertisement---

পেট থেকে বের হল ২৫ কেজির টিউমার, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিরল সফল অস্ত্রোপচার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রায় তিন ঘন্টার জটিল ও বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসকরা। এক ব্যক্তির পেট থেকে বের হলো ২৫ কেজি ৫০০গ্রাম ওজনের টিউমার। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ আছে। বুধবার তাঁকে তরল খাবার দেওয়া হয়েছে। এত বড় টিউমার অপারেশন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে বিরল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরভূমের খয়রাশোলের বাসিন্দা বছর আটত্রিশের জগবন্ধু হালদার গত সোমবার পেটের সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর মলত্যাগ বন্ধ হয়ে গিয়েছিল। জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। হাসপাতালেই আলট্রাসনোগ্রাফি করার পর দেখা যায় তাঁর পেটে টিউমার রয়েছে। যা আকারে খুব বড়। সঙ্গে সঙ্গেই জগবন্ধুবাবুর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ শুরু হয় অস্ত্রোপচার। প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচারের শেষে রোগীর পেট থেকে বের করা হয় দুটি বড় আকারের টিউমার। দুটির ওজন হয় ২৫ কেজি ৫০০ গ্রাম। টিউমারের এই ওজন দেখে চিকিৎসকরাও রীতিমত তাজ্জব হয়েছেন।

 এই জটিল ও বিরল অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন চিকিৎসক শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ছাড়াও আরও চারজন চিকিৎসক এবং একজন আনেস্থেসিওলোজিস্ট ছিলেন টিমে। শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিশাল আকারের এই টিউমারগুলি জগবন্ধুবাবুর পেটের ভিতরে থাকার ফলে সার্বিক খাদ্য প্রক্রিয়াকরণ প্রক্রিয়ায় সমস্যা তৈরী করেছিল। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন। তাঁকে আই সি ইউ- তে রাখা হয়েছে। বুধবার সকালে তিনি তরল খাবার খেয়েছেন। এত বড় টিউমার অপারেশন বর্ধমান হাসপাতালে বিরল বলেই চিকিৎসকরা জানাচ্ছেন।

See also  পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬জন করোনায় আক্রান্ত, জেলায় আক্রান্ত ৭৭০জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---