ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গ্রীষ্মের তীব্রতা আর এরই মাঝে টানা একমাস রমজান থাকায় জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি কার্যত প্রকট হয়েছে। চাহিদার তুলনায় রক্তের যোগান দিতে হিমশিম অবস্থা সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকগুলোর। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সমস্ত নেগেটিভ গ্রুপের রক্তের (হোল ব্লাড) যোগান ছিল প্রায় শূন্য। এমনকি রেড ব্লাড সেল রক্তের প্রায় সব গ্রুপের নেগেটিভ মজুদ রক্তের সংখ্যাও ছিল নগন্য। রোগীর রক্তের প্রয়োজনে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও অনেক ক্ষেত্রেই পাচ্ছেন না রক্ত বলেও বুধবার একাধিক রোগীর পরিবারের আত্মীয়রা অভিযোগ করেছেন।
যদিও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট তাপস কুমার ঘোষ বলেন,” রক্তের সংকট নেই, তবে দৈনন্দিন চাহিদার তুলনায় কিছু ঘাটতি থাকছে। আমরা সেই ঘাটতি পূরণের জন্য সরকারি, বেসরকারি ও বিভিন্ন সমাজসেবী সংস্থাকে ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্প করার আবেদন জানিয়েছি। বর্ধমান হাসপাতালের উপর শুধু আমাদের জেলাই নয়, বীরভূম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান সহ ঝাড়খণ্ড রাজ্যের রোগীরাও চিকিৎসার জন্য নির্ভর করেন। ফলে প্রতিদিন রক্তের একটা চাপ থাকেই। এছাড়াও প্রসূতি, শিশু এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য গড়ে ৩৫০ থেকে ৪০০ইউনিট রক্ত প্রতিদিন প্রয়োজন হয়। এই সময়ে প্রতিবছর কিছুটা রক্তের টান তৈরি হয়। “