বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: প্রতিদিনের অভ্যাস মতো সোমবার ভোরেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মঙ্গলকোট থানার নতুনহাট এলাকার বাসিন্দা ৫২বছর বয়সী বিপদতারণ সর্দার। কিন্তু এদিন আর তাঁর বাড়ি ফেরা হলো না।
মর্নিং ওয়াক শেষ করে বাড়ি ফেরার পথে লোচনদাস সেতুর উপর পিছন থেকে আসা একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় কিছু মানুষ ঘাতক গাড়িটিতেই বিপদতারণ বাবুকে চাপিয়ে দ্রুত মঙ্গলকোট ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠায়। কিন্তু অভিযোগ, মারুতির চালক হাসপাতালে নিয়ে না গিয়ে নোয়াপাড়া মাঠের ধরে আহত ব্যক্তিকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
আর এরপর ওই এলাকার স্থানীয় মানুষ এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে দ্রুত ব্লক হাসপাতালে পাঠালে চিকিৎসক বিপদতারণ সর্দার কে মৃত ঘোষণা করেন। অমানবিক এই ঘটনা জানার পর বিপদতারণ বাবুর নতুনহাটের বাড়ি এবং পাড়ায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘাতক গাড়িটির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে মঙ্গলকোট থানার পুলিশ।