---Advertisement---

ভাতারে বাইক চুরি চক্রের তিন পান্ডা গ্রেপ্তার

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: বাইক চুরি চক্রের তিন পান্ডা কে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। ধৃতদের নাম কার্তিক রায়,মিঠুন রায় ও মাসুম সেখ। শনিবার ভোরে পুলিশ গ্রেফতার করে এই তিন বাইক চোরকে।শনিবারই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। বিচারক অভিযুক্তদের মধ্যে দুজনকে তিনদিনের পুলিশি হেফাজত এবং একজনকে জেল হেফাজতের আদেশ দিয়েছেন। 
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জেরা করে ৭ টি চোরাই বাইক উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গত তিন সপ্তাহে ভাতার বাজার ও সংলগ্ন এলাকা থেকে তিনটি বাইক চুরির ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই চক্রের সন্ধান পায়। ধৃতদের সঙ্গে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
See also  মেমারির ব্যবসায়ীকে অপহরণ করে ষাট লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ২৪ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার করল পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---