---Advertisement---

বর্ধমানে বিষধর চন্দ্রবোড়া উদ্ধার করল পশুপ্রেমী সংগঠন

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সাড়ে চার ফুট লম্বা একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল ভয়েস ফর ভয়েসলেস নামে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এই বিষধরটি। এরপর প্রথমে পশুপ্রেমী সংগঠনের এক সদস্য কে ফোন করে জানান বিষয়টি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন তাঁরা। পরে তাঁরাই বনদপ্তরে সাপ উদ্ধারের খবর জানিয়ে বাক্স বন্দী অবস্থায় সাপটিকে দপ্তরের হাতে তুলে দেন।

 

পশুপ্রেমী সংগঠনের সম্পাদক অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, সম্প্রতি লকডাউনের মধ্যে শহরের ডিভিসি মোড় এলাকার মালঞ্চ পাড়ায় গাছে জড়ানো জালে আটকে পড়া একটি বাঁদর বাচ্চা উদ্ধার করেছিলেন তাঁরা। দুদিন আগেই বড়নিলপুর মোড়ের কাছে একটি বাড়ি থেকে গুরুতর জখম অন্তঃসত্ত্বা একটি পূর্ণ বয়স্ক হনুমানকে প্রাথমিক চিকিৎসা করে বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার করে। এদিন ফের সাড়ে চার ফুট বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হল। 
See also  সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার সংঘর্ষ, মৃত দুই, আহত আট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---