---Advertisement---

গলসিতে বালির গাড়ি চাপা পড়ে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল চেক

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: চলতি বছরের প্রথম রাতে গলসি ২ ব্লকের শিকারপুর এলাকায় একটি বালি বোঝাই লরি রাস্তার পাশে একটি ঝুপড়ি বাড়ির উপর উল্টে যাওয়ায় একই পরিবারের ৫জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল ওই এলাকা সহ পার্শ্ববর্তী বালি খাদান গুলোর উপরে। ক্ষোভের আগুনে জ্বলে পুড়ে গিয়েছিল বালি ঘাট গুলোর প্রচুর মেশিন। কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছিল ঘাট মালিকদের। বন্ধ করে দেওয়া হয় অভিযুক্ত বালি ঘাট কেও। ঘাট মালিক কে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। দাবি ওঠে মৃতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবার।
মঙ্গলবার জেলাশাসক বিজয় ভারতী এবং অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) শশীভূষণ চৌধুরী সেই দুর্ঘটনায় মৃত ৫জনের পরিবারের হাতে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন। জেলার নিজস্ব তহবিল ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ফান্ড থেকে এই চেক দেওয়া হলো বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, মৃত সুচিত্রা মালিক এর দুই ছেলে রাজু মালিক ও শ্রীকান্ত মালিকের হাতে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও মৃত বাপি মন্ডল(৩০), তাঁর স্ত্রী মৃত দোলন মন্ডল(২৮), তাঁদের ৮বছরের কন্যা নন্দিনী মন্ডল এবং আড়াই বছরের পুত্র সন্তান মৃত আবির মন্ডলের পক্ষ থেকে বাপি মন্ডলের বাবা রামপ্রসাদ মন্ডলের হাতে ৪লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
See also  আগামী ২৭ জানুয়ারী থেকে বোরোয় জল ৫ জেলায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---