ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: প্রখর রোদে পুকুরে পানা পরিষ্কার করতে নেমে বুধবার কালনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম ঝুরন মাহালি। বাড়ি কালনা রেলগেট সংলগ্ন মধুবন এলাকায়। জানা গেছে, এদিন কালনা স্টেশন সংলগ্ন একটি পুকুরে পানা পরিষ্কার করার কাজে নেমে হটাৎই অসুস্থ হয়ে জলের মধ্যেই নেতিয়ে পরে যান ওই ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ছুটে আসেন ওই ব্যক্তির সঙ্গে কাজ করা অন্যান্যরা। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ঝুরন মাহালি কে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপরতন করণ জানান, এক ব্যক্তি পুকুরে নেমে কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়লে এদিন হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে কাজ করার ফলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ সঠিক ভাবে জানা যাবে। এদিকে প্রতিদিনই জেলায় তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তাও দেওয়া হচ্ছে। এদিনও জেলার তাপমাত্রা ৪২ডিগ্রির উপরে ঘোরাফেরা করেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে সতর্ক ও সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে