বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রায় দেড় মাস বন্ধ থাকার পর রাজ্যের মুখ্য সচিবের নির্দেশে একগুচ্ছ শর্ত সাপেক্ষে পূর্ব বর্ধমান জেলার সমস্ত বালিঘাট খুলে দেবার ঘোষণা করা হয়েছিল। জেলাশাসকের নির্দেশে গত শনিবার থেকেই সেই মোতাবেক বালি খাদান গুলির কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছিল বালি ঘাট থেকে বালি তুলে কেবলমাত্র জেলার মধ্যেই নির্মাণ কাজ হচ্ছে সেই সমস্ত জায়গায় গাড়ি যাতায়াত করবে। কোথাও বালি মজুদ করতে পারবে না। কোন কন্টেইনমেন্ট জোনে গাড়ি যাবে না বা সেখান থেকে আসবে না। এমনকি জেলার বাইরে থেকেও কোনো গাড়ি বালি খাদানে আসতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু ৪৮ঘন্টা পেরোতে না পেরোতেই যথারীতি স্বমহিমায় বালি খাদানের কাজকর্ম। বর্ধমানের সদরঘাট বালিঘাটে মঙ্গলবার ভোর থেকে দেখা গেল শতাধিক ভিন জেলা থেকে লরি বালি নিতে জড়ো হয়েছে। আর এই খবর প্রশাসনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অভিযানে নামে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। বন্ধ করে দেওয়া হয় বালিঘাট টিকে। সমস্ত লরি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, নিয়মবহির্ভুত কাজের অভিযোগে ওই বালি ঘাটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই ঘাট মালিকের অনুমোদন বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কিভাবে জেলার বাইরে থেকে শতাধিক গাড়ি ঢুকে পড়ল জেলায় তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।