বর্ধমানে উঁচু থেকে পড়ে আহত চিলের বাচ্চা কে উদ্ধার করল বনদপ্তর

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গত দুদিন আগে ভোর রাতে প্রবল ঝড়-বৃষ্টির সময় একটি বাচ্চা চিল উঁচু থেকে মাটিতে পরে গিয়ে আহত হয়েছিল। বৃহস্পতিবার বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে চিল টিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত, বর্ধমান শহরের ২২নং ওয়ার্ডের আলমগঞ্জ কল্পতরু মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ির পিছনে বুধবার জঙ্গল পরিষ্কার করার সময় স্থানীয় মানুষ এই বাচ্চা চিল পাখিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এরপর সেটিকে সেখান থেকে তুলে নিয়ে এসে একটি খাঁচায় রেখে বনদপ্তর কে খবর দেয়। স্থানীয় বাসিন্দা সুনীল সিং জানিয়েছেন, চিল টির ডানায় আঘাত লেগেছিল। তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে তাঁর বাড়ির পিছনে একটি উঁচু টাওয়ারের মাথায় একটি চিল বাসা বেঁধে ছিল। গত দুদিন আগে ভোর রাতে ঝড় বৃষ্টির সময় সম্ভবত চিলের বাচ্চা টি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়।
এদিন বনদপ্তরের কর্মীরা এসে পাখিটি কে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, উঁচু থেকে পড়ে যাওয়ায় পাখিটির ডানায় চোট রয়েছে। চিকিৎসা করে পাখিটিকে আবার ছেড়ে দেওয়া হবে।

আরো পড়ুন