ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সামনেই বর্ষা। আর তার আগেই বর্ধমান পুর এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে বড়সড় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিলো নতুন বর্ধমান পুর বোর্ড। পুর এলাকাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে আগামী ২ মে থেকে অভিযান শুরু করছে পুরসভা। ইতিমধ্যেই কি কি করণীয় সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারও শুরু করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছেও চিঠি দিয়ে প্লাস্টিক ব্যবহারের বিধি নিষেধ জানিয়ে দেওয়া হয়েছে।
পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। তবে পুরসভার এই বিজ্ঞপ্তি ঘিরে শহরের ক্রেতা ও বিক্রেতাদের একাংশের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৫ মাইক্রনের নীচে ও কোম্পানীর ছাপ ছাড়া কোন প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রী করা হলে জরিমানা করা হবে পাঁচশো টাকা। আর যিনি কিনছেন তার কাছ থেকে জরিমানা আদায় করা হবে পঞ্চাশ টাকা। বিসি রোড সহ শহরের ব্যবসায়ীদের একাংশ পুরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েও প্রশ্ন তুলেছেন সেক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার বিষয়টি কিভাবে নির্ধারণ হবে?