ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করল রায়না থানার সেহারা ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন মহিলা চোলাই মদ পাচারকারীকে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন শ্রীধর বাজার এলাকায় অভিযান চালায় সেহারা ফাঁড়ির পুলিশ। তিন জন মহিলাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। মহিলাদের কাছ থেকে ৭৫লিটার চোলাই মদ উদ্ধার হয়।
