---Advertisement---

ক্লাবের ৭৫ বছর পূর্তি বাতিল করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দান

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ১৯৫৬ সালে স্থাপিত মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব এবছর ৭৫ বর্ষে পা দিল। কিন্তু বর্তমান করোনা নিয়ে সারা দেশ জুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ক্লাব কতৃপক্ষ তাদের সমস্ত কর্মসূচী স্থগিত রেখেছে। এমনকি প্রতিবছর ক্লাবের সদস্যদের যে গিফট দেওয়া হয় তাও কেউই নিতে রাজি হয়নি। বরং ক্লাবের প্রত্যেক সদস্য সিদ্ধান্ত নেয় তাঁরা ক্লাবের পক্ষ থেকে কিছু অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবেন। আর এরপর ক্লাবের পক্ষথেকে ৫০ হাজার টাকা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, বরিষ্ট সদস্য বিকাশ ঘোষ, সাধন দে এই চেক তুলে দেন। চেক গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারন) অরিন্দম নিয়োগী এবং অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) রজত নন্দা।
See also  করোনার জের - বর্ধমানে রাজ্যের প্রথম ভূগোল বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অনেক বক্তাই আসতে পারলেন না
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---