রক্তের সঙ্কট মেটাতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের রক্তদান শিবির

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট মেটাতে পুর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে গত ২৩ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক রক্তদান শিবিরকে আরও প্রসারিত করা হল মঙ্গলবার থেকে। 
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা শুরু করেছিলেন প্রতিদিন ১০ জন করে রক্ত দেবেন। কিন্তু এদিন থেকে তা বাড়িয়ে করা হল ৫০ জন। আগামী ১২ দিন এভাবেই প্রতিদিন ৫০ জন পুলিশ কর্মী রক্ত দেবেন। প্রয়োজনে এই শিবিরকে আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে প্রতিদিন বিকাল ৫ টা থেকে এই শিবির শুরু হচ্ছে। জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মী এবং সিভিক ভোলেনটিয়াররা এই রক্তদান শিবিরে রক্তদান করবেন।

আরো পড়ুন