বর্ধমানে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের খাওয়ানোর উদ্যোগ

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা উদ্ভুত পরিস্থিতির জেরে বিশেষ করে যে সমস্ত মানুষ যাঁরা দিন মজুর বা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই দুস্থ ও চলতি সময়ে সমস্যায় পড়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ২ কেজি চাল, আড়াই কেজি আলু এবং ৫০০ গ্রাম করে ডাল পৌঁছে দেওয়া হলো বর্ধমান থানার উদ্যোগে। মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এই খাদ্য দ্রব্য তুলে দেন বর্ধমান থানার অফিসারেরা। আই সি পিন্টু সাহা জানিয়েছেন, এই কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, স্পীড স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন বর্ধমান ষ্টেশন যাবার পথে রাস্তার দুধারে বসিয়ে যে সমস্ত মানুষ খাবার পাচ্ছেন না তাদের ভাত,ডাল, আলুর তরকারি এবং ডিম খাওয়ানো হয়। সংস্থার পক্ষে তাপস মাকর জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর থেকেই তাঁদের সংস্থা অসহায় মানুষদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা শুরু করেছে। প্রতিদিনই প্রায় কয়েকশ মানুষকে শহরের বিভিন্ন প্রান্তে খাওয়ানোর বন্দোবস্ত করা হচ্ছে। এই প্রক্রিয়া লকডাউন চলাকালীন জারি রাখা হবে।

আরো পড়ুন