---Advertisement---

বর্ধমানের নবাবহাটে জাতীয় সড়কে লরির ধাক্কায় মহিলার মৃত্যু

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সোমবার বিকেলে বর্ধমানের নবাবহাট মোড় থেকে টিকরহাটের দিকে যাবার সময় একটি লরির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। জানা গেছে মৃত মহিলার নাম মহিমা আইচ(৬৫)। বাড়ি শহরের টিকরহাট এলাকায়। তিনি একজন জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন কর্মী ছিলেন। বর্তমানে নবাবহাটের কাছেই একটি বেসরকারি নার্সিং হোমে কর্মরত ছিলেন।
প্রতিদিনের মতোই এদিনও ছুটি হয়ে যাবার পর মহিলার স্বামী মহেশ্বর আইচের সঙ্গে স্কুটারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মহিমা দেবী। কিন্তু জাতীয় সড়কে উঠতেই পিছন থেকে আসা একটি লরি তাদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, মহিমা দেবী কে ঘাতক লরিটি কিছুদূর ছেঁচরে টেনে নিয়ে যায়। তারপর লরিটির পিছন চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় মহেশ্বর বাবুও রক্তাক্ত ও গুরুতর জখম হন। দুজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হলে মহিমা আইচ কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশ্বর বাবুর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
See also  পূর্ব বর্ধমানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করলো, গোটা জেলায় আক্রান্ত ২১জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---