১০০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ২০১৮ থেকে ২০২০-র ফেব্রুয়ারী মাস পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি ও খোয়া যাওয়া প্রায় ১০০ মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি ফিরিয়ে দেওয়া হল মোবাইল ফোনগুলির মালিকদের হাতে। শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে ১০০টি মোবাইল ফোন তুলে দেওয়া হল মোবাইল মালিকদের হাতে। 
উল্লেখ্য এর আগেও ৫৮টি এরকম খোওয়া যাওয়া মোবাইল উদ্ধার করে তা মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন, জেলার বিভিন্ন থানায় একাধিক মোবাইল চুরি যাওয়ার কেস নথীভুক্ত হয়েছে। এখনও অনেক কেসেরই সুরাহা হয়নি। তিনি জানান, মোবাইল চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।
এদিকে প্রায় আশা ছেড়ে দেওয়ার পর ফের নিজেদের শখের এবং কাজের ফোন ফিরে পাওয়ায় ব্যপক খুশি মোবাইল ফোনের মালিকরা। এদিন প্রায় সকলেই পূর্ব বর্ধমান জেলা পুলিশের এই কাজকে বাহবা জানিয়েছেন।

আরো পড়ুন