বৌমার দেওয়া চুরির অপবাদ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা শাশুড়ির

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: শাশুড়ির সঙ্গে বৌমার অশান্তি চলছিলোই। প্রায়ই শাশুড়িকে কটূক্তি করা থেকে নানান অপবাদ দিত ছেলের বউ। শুক্রবার সকালেও বৌমা অনুশ্রী দেবনাথ ফের সোনার কানের দুল চুরির অপবাদ দেয় শাশুড়িকে। আর এরপর এই অপবাদ সহ্য করতে না পেরে বাড়িতে থাকা তাঁতের সুতো রং করার ক্যামিকেল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শাশুড়ি কণিকা দেবনাথ(৫০)। অমানবিক এই ঘটনাটি ঘটেছে কালনা থানার গোবিন্দবাটি গ্রামে।আশঙ্কাজনক অবস্থায় কণিকা দেবীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে কিচ্ছুক্ষণ পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
কণিকা দেবীর স্বামী রতন দেবনাথ জানিয়েছেন,তাঁর এক ছেলের বিয়ের পর থেকেই বৌমার সঙ্গে বনিবনা হতো না তাঁর স্ত্রীর। প্রায়ই বৌমা ও কণিকা দেবীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগেই ছিল। পরে ছেলে বউ আলাদা হয়ে যায়। এদিন সকালে বৌমা অনুশ্রী তাঁর স্ত্রীকে কানের দুল চুরির অপবাদ দেয়। আর এরপরেই সেই অপমান সহ্য করতে না পেরে ঘরে থাকা সুতো রং করা ক্যামিকেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কণিকা দেবী। রতন দেবনাথ জানিয়েছেন, মৃত্যুর আগে এই ঘটনার কথা পরিবারের অনেককেই জানিয়েও যান কণিকা দেবী। এদিকে এইভাবে কণিকা দেবীর আত্মহত্যার ঘটনায় ক্ষোভের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

আরো পড়ুন