---Advertisement---

প্রায় ১০০কোটি খরচ করে ট্র্যাম্প কে অভ্যর্থনার বিরুদ্ধে গর্জে উঠলো এস ইউ সি আই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: একদিকে যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্র‍্যাম্পকে প্রায় ১০০ কোটি টাকা খরচ করে ভারতে অভ্যর্থনা জানানো হচ্ছে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প গো ব্যাক ধ্বনিতে উত্তাল হল বর্ধমান শহরের কার্জন গেট এলাকা। 
এদিন এস ইউ সি আই কমিউনিষ্ট পার্টির বর্ধমান শাখার উদ্যোগে কার্জন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের নেত্রী ঝর্ণা কুন্ডু এদিন জানিয়েছেন, ট্রাম্প যুদ্ধবাজ, দাঙ্গাবাজ। অথচ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষের ১০০ কোটি টাকা খরচ করছেন। গোটা দেশ জুড়েই তাই এস ইউ সি আই কমিউনিষ্টের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।
See also  দেশ জুড়ে লুকআউট নোটিশ জারি পলাতক জেলবন্দী আসামির বিরুদ্ধে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---