---Advertisement---

২৮ ফেব্রুয়ারী থেকে বর্ধমান উত্তর উৎসব, আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মাধ‌্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই এবার শুরু হচ্ছে বর্ধমান উত্তর উৎসব ২০২০। আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে বর্ধমানের নেড়োদিঘী ভোতারপাড় এলাকায় শুরু হচ্ছে এই উৎসব। উৎসব চলবে ৫ মার্চ পর্যন্ত। উৎসব কমিটির সভাপতি নুরুল হাসান জানিয়েছেন, এবছর উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট বাংলার চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকছেন বেশ কয়েকজন রাজ্য ও জেলার তৃণমূল নেতৃত্বও। 
উৎসবের বিভিন্ন দিনে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ ফেব্রুয়ারী অংশ নেবেন ছন্দবাণী নৃত্য ও অন্যান্য সঙ্গীত শিল্পীরা। ১ মার্চ থাকছেন সঙ্গীত শিল্পী মিস জোজো। ২ মার্চ থাকছেন রুদ্র সৈকত, কুমার সুরজিত ও মিস কুহেলি। ৩ মার্চ লহরী নন্দী। বুধবার ৪ মার্চ থাকছেন সতীশ গাজমের। ৫মার্চ মুম্বাইয়ের শিল্পী আলতাপ রাজা। 
নুরুল হাসান জানিয়েছেন, অন্যান্যবারের মত এবার উৎসব প্রাঙ্গণের থিম কৃষি শিল্প সংস্কৃতি ও সম্প্রীতি। তিনি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর উচ্চমাধ্যমিকের কথা মাথায় রেখেই তাঁরা এবার মাইক ব্যবহারে নিয়ন্ত্রণ রাখছেন যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়।
See also  ৭২ ঘণ্টার মধ্যে দুজয়গায় বিস্ফোরণ, এক জায়গা থেকে বোম উদ্ধার গলসীতে, তীব্র আতংক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---