---Advertisement---

বর্ধমানে অনুষ্ঠিত হল রাজ্য যোগ প্রতিযোগিতা

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনে আয়োজিত হল রাজ্য যোগাসন প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ রাজ্য যোগ সোসাইটির উদ্যোগে এবং পতঞ্জলি যোগ সমিতির তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এদিন রাজ্যের ১৫টি জেলা থেকে প্রায় ১৮৯জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 
রাজ্য যোগ এসোসিয়েশনের কর্মকর্তা তথা পতঞ্জলি যোগ সমিতির আধিকারিক শ্যামল তা জানিয়েছেন, গত প্রায় এক মাস ধরে রাজ্যের ২৩টি জেলায় জেলাস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সেই সমস্ত জেলাগুলির মধ্যে ৮টি জেলার প্রতিযোগীদের নিয়ে কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 
পাশাপাশি বর্ধমানে বাকি ১৫টি জেলার ১৮৯জন প্রতিযোগীদের নিয়েও অনুষ্ঠিত হচ্ছে রাজ্য যোগ প্রতিযোগিতা। শ্যামল বাবু জানিয়েছেন, এই প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের মধ্যে বাছাই করে জাতীয় যোগ প্রতিযোগিতায় পাঠানো হবে ছেলে মেয়েদের। তিনি জানান, এই বছর প্রথম ইন্ডিয়ান যোগ কাউন্সিল ভারত থেকে এশিয়ান গেমস- এ প্রতিযোগী পাঠাবে। এই প্রতিযোগিতা সেই কার্যক্রমের অংশ।
See also  আদিবাসী ভোট ব্যাংক অটুট রাখতে জেলার ১৮০কিমি পদযাত্রায় দেবু টুডু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---