ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: স্কুলের বাইরে আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বর্ধমান ২ব্লকের সামন্তী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ১৪জন ছাত্র ছাত্রী কে। এই ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকাজুড়ে। বর্ধমান ২ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানিয়েছেন, শনিবার সামন্তী উচ্চ বিদ্যালয়ের ১২জন ছাত্র ছাত্রী আইসক্রিম খেয়ে হটাৎ অসুস্থ হয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক তৎপরতার সঙ্গে তিনটি গাড়িতে করে তাদের পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসক দ্রুততার সঙ্গে চিকিৎসাও শুরু করেন। তিনি জানিয়েছেন, অত্যধিক গরমের সময় শরীরে জলের পরিমাণ কমে যাওয়ায় ও এরই মধ্যে ঠান্ডা আইসক্রিম খেয়ে নেওয়ায় এই ছাত্র ছাত্রীদের সাময়িক সমস্যা তৈরি হয় শরীরে। তবে চিকিৎসার পর ১০জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। দুজন ছাত্রীর চিকিৎসা চলছে।