---Advertisement---

সত্তরোর্ধ বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তীব্র চাঞ্চল্য, গ্রেফতার এক

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: রাস্তায় একা পেয়ে  এক বৃদ্ধাকে বাঁশবনের ভিতর টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবককে বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার এক গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাতে গ্রামে তল্লাশি চালিয়ে স্থানীয়রা ধরে ফেলেন অভিযুক্ত যুবক অনিল মাড্ডিকে(২৫)।  তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তার আসল বাড়ি ভাতারের রামচন্দ্রপুর গ্রামে।    আউশগ্রামে মামার বাড়িতে থাকত।  জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কেবল লাইনের টাকা দিতে যাবার সময় প্রায় সত্তরোর্ধ এই বৃদ্ধাকে ধর্ষণ করার চেষ্টা করে অনিল।
বৃদ্ধা চিৎকার চেঁচামেচি করলে গ্রামের দুই যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়ে বাঁশবনে কাছে চলে আসেন। তাদের দেখে ছুটে পালায় অনিল মাড্ডি। 
রাতেই গুসকরা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
See also  জঙ্গি যোগ! দাঁইহাটের সুন্দরী যুবতী এখন দেশের দু’টি গোয়েন্দা সংস্থার নজরে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---