---Advertisement---

খুন হয়ে যাওয়া মৃতের দেহ গ্রামে ফিরতেই অগ্নিগর্ভ হয়ে উঠলো গলসির গ্রাম

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের গলসী থানার লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে রবিবার রাতে গ্রামেরই এক প্রতিবেশী মনোজ ঘোষের হাতে নৃশংস ভাবে খুন হয় এই গ্রামেরই বাসিন্দা উৎপল ঘোষ। অভিযোগ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাথায় কুড়ুলের আঘাতে খুন করে দেওয়া হয় উৎপল ঘোষকে। এই ঘটনায় রবিবার রাতেই গলসি থানার পুলিশ মনোজ ঘোষ নামে এক প্রতিবেশী কে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে নেয় সেই এই খুন করেছে। এরপর মনোজ ঘোষ কে গ্রেপ্তার করে সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে চার দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন
এদিকে সোমবার ময়না তদন্তের পর উৎপল ঘোষের দেহ গ্রামে আসতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সন্তোষপুর গ্রাম। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত মনোজের বাড়িতে আক্রমন চালায়। অভিযুক্ত মনোজের একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেবার পাশাপাশি তাদের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। মনোজদের বাড়ি লাগোয়া তার জ্যাঠু ক্ষেত্রনাথ ঘোষের একটি মারুতি গাড়ি ও বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশে থাকা মনোজের কাকা হারাধন ঘোষের বাড়িতে ও দুটি ট্রাক্টর ও খড়ের পালুইয়েও আগুন লাগিয়ে দেওয়া হয়। চরম উত্তজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামজুড়ে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকাজুড়ে। দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে গোটা গ্রামে পুলিশি অভিযান চলছে। পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন অনেকেই। গোটা গ্রাম থমথম করছে।
জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘খুনের ঘটনায় মুল অভিযুক্ত কে পুলিশ সকালেই গ্রেপ্তার করে আদালতে তুলেছে। আইনে যাতে তার চরম শাস্তি হয় পুলিশ তার সমস্ত পদক্ষেপ নিয়েছে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে এলাকায় অশান্তি করতে চাইলে পুলিশ ছাড়বেনা। এলাকায় অভিযান চলছে। যারা অশান্তি ছড়াবার চেষ্টা করেছে তাদের কাউকেই ছাড়া হবে না।’
See also  ডিভিসি-র নিকাশি নালার মাঝেই গার্ডওয়াল তৈরির অভিযোগ, অভিযোগের তির স্থানীয় শাসকদলের দিকেই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---