---Advertisement---

স্ট্যাম্প পেপারে চার জনের নাম লিখে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, কালনা: পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারে কালনা থানার বড়বাবু ও মেজো বাবুর উদ্দেশ্যে জানিয়ে চার জনের নাম লিখে নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন এক মাঝবয়সী ব্যক্তি। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনা থানার শ্রীরামপুর আশ্রমপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম শরৎ সিং(৪২)। মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। মৃতের পরিবারের লোকেদের দাবি তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ওই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

বিজ্ঞাপন

একটি স্ট্যাম্প পেপারে লেখা শরৎ সিং এর সই করা সুইসাইড নোট উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। যেখানে তিনি তার আত্মহত্যার জন্য চার জনকে দায়ী করেছেন। স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশ। স্ট্যাম্প পেপারে কালনা থানার মাননীয় বড়ো বাবু ও মেজো বাবু কে জানিয়ে লেখা আছে, আমার মৃত্যুর জন্যে দায়ী সঞ্জিত পাল ও  সুজাতা পাাল, বাড়ি তাঁতি পাড়া মোড়।

এরপর আরো একজনের নাম লিখে লাল কালি দিয়ে কাটা হয়েছে। তার নিচে লেখা এই নাম আমি নিজেই কেটেছি। তার নিচে আরো দুটো নাম লেখা রয়েছে,  জয় বলা ও মামুন বালা, বাড়ি অম্বিকা হিমঘরের পেছনে । একদম নিচে শরৎ সিং এর সই করা আছে। মৃত্যুর সঠিক কারণ জানতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই নোটটি কালনা থানা পুলিশের হাতে তুলে দেন পরিবারের লোকজন।

See also  বাংলা বছরের প্রথম দিনে পুজো দিতে ভিড় উপচে পড়ল বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---