ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামীকাল অর্থাৎ ১জুলাই শুক্রবার থেকে গোটা দেশের সাথে বর্ধমান পুরসভা এলাকাতেও সরকারি নির্দেশে থার্মোকল ও থার্মোকল অনুসারী সমস্ত বিষয়ের ক্রেতা ও বিক্রেতার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সাথে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের কোনো বস্তু বা দ্রব্যের ব্যবহার, সরবরাহ, বিতরণ সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। নির্দেশ অমান্য করলে বিক্রেতাকে দিতে হবে ৫০০টাকা জরিমানা, পাশাপাশি ক্রেতাকে দিতে হবে ৫০ টাকা জরিমানা। বৃহস্পতিবার এই বিষয়ে বর্ধমান পৌরসভায় ব্যবসায়িক সংগঠনগুলিকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, বিধায়ক খোকন দাস সহ পুরসভার অন্যান্য চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য, কাউন্সিলার গণ, বর্ধমান চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সুরক্ষা সীমিত, তেঁতুলতলা বাজার মাছ ব্যবসায়ী সংগঠন ও অন্যান্য সংগঠনের এর প্রতিনিধিরা।